দোয়ারায় স্কুল পর্যায়ে আনোয়ার ও মাদ্রাসায় সারফুজ্জামান শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক
প্রকাশিত হয়েছে : ১০ আগস্ট ২০২৩, ৬:০৪:৩৪ অপরাহ্ন
দোয়ারাবাজার প্রতিনিধি: জাতীয় শিক্ষা সপ্তাহে দোয়ারাবাজার উপজেলা পর্যায়ে দুইজন শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন। তারা হলেন, উপজেলার মিতালী পাবলিক উচ্চ বিদ্যালয়ের সহকারী (ইংরেজি) শিক্ষক (কৃষি) মো. আনোয়ার হোসেন এবং লামাসানিয়া দাখিল মাদরাসার সহকারী শিক্ষক সারফুজ্জামান।
বুধবার বিকেলে দোয়ারাবাজার সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে নির্বাচিত দুই শ্রেণি শিক্ষকের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার সরকারী ডীগ্রী কলেজের অধ্যক্ষ একরামুল হক, বড়খাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নজির হোসেন, লামাসানীয়া দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা আব্দুর রশীদসহ সকল প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ।