সিলেটে বিএসপিপি’র প্রতিবাদ সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১০ আগস্ট ২০২৩, ৬:০৭:৩১ অপরাহ্ন
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর সহধর্মিনী ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে ‘ফরমায়েশি’ সাজার প্রতিবাদে এবং ন্যায় বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠার দাবিতে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ সিলেট জেলা শাখা আয়োজিত সভায় বক্তারা বলেছেন, সাজানো মামলা ও ফরমায়েশি রায় দিয়ে জিয়া পরিবারের সুনাম ক্ষুন্ন করা যাবেনা।
বুধবার সন্ধ্যায় জল্লারপারস্থ একটি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন বিএসপিপির জেলা শাখার আহ্বায়ক ডা. শামীমুর রহমান।অধ্যক্ষ মো: ফরিদ আহমদের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ সিলেট জেলা শাখার সদস্য সচিব ডা. শাহনেওয়াজ চৌধুরী, ইউট্যাব শাবিপ্রবির সভাপতি প্রফেসর ড. মো: সাজেদুল করিম, অধ্যাপক ড. মো: আশরাফ উদ্দিন, অধ্যাপক ড. শাহ মো: আতিকুল হক, অধ্যাপক আফম জাকারিয়া, অধ্যাপক মো: বেলাল হোসেন সিকদার, সাংবাদিক বদরুদ্দোজা বদর, এডভোকেট আল আসলাম মুমিন, ড. জি এম রবিউল ইসলাম, ড. মো: আশরাফ সিদ্দিকী, ড. মো: সাহাবুল হক, অধ্যাপক ড. আতাউর রহমান, প্রফেসর ড. মোজাম্মেল হক, অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, এসএমইউজের সাধারণ সম্পাদক খালেদ আহমদ, সহ সাধারণ সম্পাদক এম এ মতিন, আব্দুল মুনিম পারভেজ, কৃষিবিদ জামিল আহমেদ, প্রভাষক জুবায়ের আহমদ জুবের প্রমূখ। বিজ্ঞপ্তি