কোম্পানীগঞ্জে আরো ১৫ পরিবার পেল মাথাগোঁজার ঠাঁই
প্রকাশিত হয়েছে : ১০ আগস্ট ২০২৩, ৬:২৫:৫৭ অপরাহ্ন
কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়েছেন আরো ১৫ পরিবার। এ নিয়ে কোম্পানীগঞ্জ উপজেলার মোট ৩৪৮টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পেয়েছেন মাথাগোঁজার ঠাঁই।
বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব আশ্রয়ণের ঘর হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন। পরে কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে এসব ভূমিহীন ও গৃহহীন পরিবারের হাতে ২ শতক জমির দলিলসহ বাড়ির চাবি হস্তান্তর করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) জাকারিয়া।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং এর সভাপতিত্বে ঘর হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ, সহকারী কমিশনার (ভূমি) ডিএম সাদিক আল শাফিন, কোম্পানীগঞ্জ থানার ওসি হিল্লোল রায়, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা বেগম, উপজেলা পরিষদের সাবেক অস্থায়ী চেয়ারম্যান মো. ইয়াকুব আলী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অখিল বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কামরুজ্জামান রাসেল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ লুৎফুর রহমান প্রমুখ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিদ্যুৎ কান্তি দাস জানান, প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় কোম্পানীগঞ্জ উপজেলায় প্রথম ধাপে ২৫০টি, তৃতীয় ধাপে ৫৮টি ও চতুর্থ পর্যায়ের প্রথম ধাপে ২৫টি মিলে মোট ৩৩৩টি ঘরসহ জমি ভূমিহীন ও গৃহহীনদের মাঝে ইতোপূর্বে হস্তান্তর করা হয়েছে। নতুন নির্মিত আরও ১৫টি ঘর বুধবার হস্তান্তর করা হয়।