জগন্নাথপুর পৌরসভার উদ্যোগে গ্রামীণ রাস্তা নির্মাণ
প্রকাশিত হয়েছে : ১০ আগস্ট ২০২৩, ৭:০০:০১ অপরাহ্ন
জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার উদ্যোগে গ্রামীণ পাকা রাস্তা নির্মাণ করা হচ্ছে। ৯১ লাখ ৩০ হাজার টাকা ব্যয়ে আইইউআইডিপি এর অর্থায়নে পৌর শহরের জগন্নাথপুর ও বাড়ি জগন্নাথপুর গ্রাম এলাকায় নতুন পাকা রাস্তা নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এর মধ্যে বুধবার জগন্নাথপুর পৌরসভার মেয়র মোঃ আক্তার হোসেন চলমান রাস্তা নির্মাণ কাজ পরিদর্শন করেন। এ সময় স্থানীয় জনতা নতুন রাস্তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন।