জগন্নাথপুরে ১১ ব্যবসায়ীকে জরিমানা
প্রকাশিত হয়েছে : ১০ আগস্ট ২০২৩, ৭:০২:০০ অপরাহ্ন
জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের ভেজাল বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ বুধবার জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.সাজেদুল ইসলামের নেতৃত্বে জগন্নাথপুর সদর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে বিভিন্ন অপরাধের দায়ে ১১টি ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ৫৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।