জকিগঞ্জে স্কুলে সন্ত্রাসী হামলায় গ্রেফতার ১
প্রকাশিত হয়েছে : ১১ আগস্ট ২০২৩, ৫:৫৫:৫১ অপরাহ্ন
জকিগঞ্জ প্রতিনিধি : জকিগঞ্জের ইলাবাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হামলার ঘটনায় দ্রুত বিচার আইনে বৃহস্পতিবার রাতে মামলা রেকর্ড করা হয়েছে। মামলার প্রধান আসামী সফিকুর রহমানকেও গ্রেফতার করেছে পুলিশ।
ইলাবাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুফিয়া বেগম বাদী হয়ে উপজেলা শিক্ষা অফিসারের সুপারিশকৃত থানায় লিখিত অভিযোগে জানান, বিদ্যালয়ের পার্শ্ববর্তী হাজারীচক গ্রামের সফিকুর রহমান ও দরিয়াবাজ গ্রামের আবুল কালাম আজাদের নেতৃত্বে একদল সন্ত্রাসী গত ৩১ জুলাই দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে পাঠদানরত অবস্থায় বিদ্যালয়ে প্রবেশ করে অফিস কক্ষের সবকিছু তছনছ করে অরাজকতা সৃষ্টি করে। তারা বিদ্যালয়ের রেজিষ্টারসহ বেশ কিছু কাগজপত্র নিয়ে যায় বলেও অভিযোগ করেন প্রধান শিক্ষক। ইতিপূর্বেও তারা বিদ্যালয়ে এসে অসৌজন্যমূলক আচরণ করার বিষয়ে প্রধান শিক্ষক উপজেলা নির্বাহী অফিসারের বরাবরে অভিযোগ দায়ের করলে উপজেলা নির্বাহী অফিসার সরেজমিন তদন্তপূর্বক ঘটনার সত্যতা পেয়ে তাদেরকে বিদ্যালয়ের সীমানায় প্রবেশে নিষেধাজ্ঞা প্রদান করেন বলেও অভিযোগে উল্লেখ রয়েছে।
জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মোশাররফ হোসেন বলেন, প্রধান আসামীকে গ্রেফতার করা হয়েছে, বাকীদেরও গ্রেফতারের চেষ্টা চলছে। ছাত্র শিক্ষকদের লেখাপড়ার নিরাপত্তা নিশ্চিতসহ এলাকার আইন শৃঙ্খলা স্থিতিশীল রাখতে যা যা প্রয়োজন সবই করা হবে।