বীর মুক্তিযোদ্ধা আব্দুল মন্নানের পত্নীবিয়োগ
প্রকাশিত হয়েছে : ১১ আগস্ট ২০২৩, ৭:৩৭:৩৭ অপরাহ্ন
নগরীর ১১নং ওয়ার্ডের ভাতালিয়া নিবাসী যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল মন্নান এর সহধর্মিনী সিদ্দেকুন্নেছা গত ৬ আগস্ট রোববার সকাল সাড়ে ৯টায় সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি ৪ ছেলে, ২ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
মরহুমার জানাজার নামাজ রোববার বাদ আছর ভাতালিয়া জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে ইমামতি করেন ভাতালিয়া জামে মসজিদের ইমাম মাওলানা হাফিজ তোফাজ্জুল হোসেন। জানাজার নামাজে এলাকার মুরব্বিয়ান, রাজনীতিবিদ, সাংবাদিক, শিক্ষক, আলেম উলামা, জনপ্রতিনিধি, ডাক্তার, সমাজসেবী, যুব সমাজসহ বিভিন্ন শ্রেণী পেশার অসংখ্য মানুষ উপস্থিত ছিলেন। পরে মরহুমার লাশ ভাতালিয়াস্থ পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। বিজ্ঞপ্তি