জালালাবাদ কলেজ সিলেটে বিজ্ঞান মেলার উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ১২ আগস্ট ২০২৩, ৯:৩১:২৭ অপরাহ্ন
সিলেট সরকারি মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ, সিসিক’র এডুকেশন কনসানট্যান্ট’র চীফ প্রফেসর মোঃ হায়াতুল ইসলাম আকঞ্জি বলেছেন, শিক্ষার্থীদেরকে বিজ্ঞান বিষয়ে পারদর্শী হয়ে প্রযুক্তির সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে। বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন এবং বিজ্ঞান মনস্ক জাতি গঠনের উদ্দেশ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নির্ভর আধুনিক বাংলাদেশ বিনির্মাণে বিজ্ঞান মেলা সবাইকে উদ্বুদ্ধ করবে। বিজ্ঞান মেলার মাধ্যমে দেশের তরুণ সমাজকে বিজ্ঞানমুখী ও তাদের মেধার যোগ্য স্বীকৃতি দিয়ে নতুন আবিষ্কারের প্রতি উদ্বুদ্ধ করা। তিনি বলেন, সিলেটের প্রথম স্মার্ট ক্যাম্পাস সমৃদ্ধ জালালাবাদ কলেজে কোয়ালিটি এডুকেশন এবং মানসম্মত নৈতিক শিক্ষা দিয়ে যাচ্ছে। এর ধারাবাহিকতায় আয়োজিত বিজ্ঞান মেলা থেকে শিক্ষার্থীদের জ্ঞান অর্জন এবং রোবটিক্স সাইন্স সহ ফোর্থ জেনারেশন এর প্রযুক্তি বিপ্লবের যুগে নৈতিক শিক্ষা উন্নতি সাধনের পাশাপাশি বিশ্বায়নের যুগে নিজেকে প্রস্তুত করা আহবান জানান।
তিনি গত ১২ আগস্ট শনিবার সকালে সিলেট নগরীর সোবহানীঘাটস্থ জালালাবাদ কলেজ আয়োজিত বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উইজডম ট্রাস্ট এর সেক্রেটারী ডক্টর মোহাম্মদ এনামুল হক চৌধুরীর সভাপতিত্বে ও জালালাবাদ কলেজের সহকারী অধ্যাপক ও কো-অর্ডিনেটর ছায়েম আহমদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রফেসর ডক্টর মোঃ সাজেদুল করিম। স্বাগত বক্তব্য রাখেন জালালাবাদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আয়েশা বেগম। মেলার কার্যক্রম তুলে ধরে বক্তব্য রাখেন বিজ্ঞান মেলা বস্তাবায়ন কমিটির আহবায়ক প্রভাষক (পদার্থ বিজ্ঞান) আমির হামজা। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন আব্দুল্লাহ আল মাহদী। ছাত্র-ছাত্রীর পক্ষে বক্তব্য রাখেন মিনহাজ আহমদ শাওন ও হুছনে আরা শিউল।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ এসো বিজ্ঞান শিখি শ্লোগান সমৃদ্ধ বিজ্ঞান মেলার বিভিন্ন স্টল ও কলেজের ল্যাব পরিদর্শন করেন অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি