শাহজালাল জামেয়ায় এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ১৩ আগস্ট ২০২৩, ৬:২১:১৩ অপরাহ্ন
শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি ২০২৩ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও প্রবেশপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার প্রতিষ্ঠানের হল রুমে কলেজ ইনচার্জ সহকারি অধ্যাপক রফিকুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে ও প্রভাষক ইমতিয়াজ রফিক চৌধুরী এবং প্রভাষক নাসিমা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ মোহাম্মদ গোলাম রব্বানী।
বিশেষ অতিথি ছিলেন সহকারি প্রধান শিক্ষক মোঃ মোস্তফা কামাল, কলেজ শাখার ইনচার্জ (বালিকা) মোর্শেদা আক্তার, স্কুল শাখার ইনচার্জ জাকিয়া নূরী চৌধুরী। আরও উপস্থিত ছিলেন কলেজের সহকারি অধ্যাপক জাফর ইকবাল মাহমুদ, প্রভাষক মঞ্জুর রহমান, প্রভাষক আব্দুল হালিম সুজন, প্রভাষক তানজিয়া মোর্শেদ বানু, প্রভাষক মালিকা হাসনা ও প্রভাষক মাসুমা আক্তার প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মোহাম্মদ গোলাম রব্বানী বলেন, সিলেট শহরে শিক্ষার আলো ছড়াচ্ছে শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ। বিগত বছরগুলোতে প্রতিষ্ঠানটি ভালো ফলাফল করে আসছে। আশা করি এ বছরের এইচএসসি পরীক্ষার্থীরাও এ প্লাসসহ শতভাগ ফলাফল অর্জনের মাধ্যমে কলেজের সুনাম অক্ষুন্ন রাখবে। অনুষ্ঠান শেষে প্রভাষক মাওলানা আব্দুল লতিফ দোয়া পরিচালনা করেন। উল্লেখ্য যে, এ বছর শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ থেকে ৩২৬ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করবে। বিজ্ঞপ্তি