তোয়াকুল কলেজে বার্ষিক মিলাদ মাহফিল
প্রকাশিত হয়েছে : ১৪ আগস্ট ২০২৩, ৭:৪৭:০১ অপরাহ্ন
গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল কলেজ কর্তৃক আয়োজিত বার্ষিক মিলাদ মাহফিল ও এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।রোববার সকাল ১১ টায় কলেজ অডিটোরিয়ামে কলেজের অধ্যক্ষ লোকমান হোসেনের সভাপতিত্বে ও প্রভাষক শিব্বির আহমেদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮ নং তোয়াকুল ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ লোকমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুল মুনিম, কলেজ গভর্নিং বডির সদস্য সিরাজুল ইসলাম, এম এ লতিফ, সামসুদ্দিন আল আজাদ, প্যানেল চেয়ারম্যান ৮ নং তোয়াকুল ইউনিয়ন হেলাল উদ্দিন, শিক্ষানুরাগী তাহির আলী, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, অবসরপ্রাপ্ত শিক্ষক মহরম আলী ও অভিভাবকবৃন্দ।
মিলাদ মাহফিল পরিচালনা করেন জামেয়া ইসলামিয়া তোয়াকুল মাদ্রাসার মুহতামিম আবু বকর। শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন সমীর চন্দ্র দাস, আফাজ উদ্দিন, শিব্বির আহমদ, নুরুজ্জামান ইমন, সুমন মিয়া, ফাহাদ আহমদ চৌধুরীর ও অর্জুন বিশ্বাস। পরিশেষে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। বিজ্ঞপ্তি