জামালগঞ্জে ৬ দোকানে বিএসটিআই’র জরিমানা
প্রকাশিত হয়েছে : ১৪ আগস্ট ২০২৩, ৮:২১:২৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জের জামালগঞ্জ সাচনা বাজারে সোমবার মোবাইল কোর্ট চালিয়েছে বিএসটিআই সিলেট বিভাগীয় অফিস। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তনুকা ভৌমিক এর নেতৃত্বে এই অভিযান চালায় তারা। এসময় ছয়টি দোকানে মোট সাড়ে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান কালে বিএসটিআই থেকে মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ ব্যতিরেকে ব্রেড, বিস্কুট ও কেক পণ্য উৎপাদন বিক্রয় ও বাজারজাতকরণ করার অপরাধে মেসার্স সুমি বেকারিতে ৭ হাজার এবং মেসার্স হৃদয় বেকারিতে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় বিএসটিআই থেকে মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ ব্যতিরেকে চানাচুর ও মুড়ি বিক্রয় ও বিতরণ করার অপরাধে মেসার্স লোকনাথ স্টোরে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া ওজনযন্ত্রের বৈধ ভেরিফিকেশন সনদ গ্রহণ ব্যতিরেকে ব্যবসা পরিচালনা করার অপরাধে আবু তাহের মাছের দোকানে ৫শ টাকা এবং অবৈধ গজ কাঠি ব্যবহার করে ব্যবসা পরিচালনা করার অপরাধে মেসার্স মালতী বস্ত্রালয়ে ১ হাজার টাকা ও মেসার্স রূপা বস্ত্রালয়ে ১ হাজার টাকা জরিমানা করা হয় এবং গজ কাঠি ভেঙ্গে ফেলা হয়। বিএসটিআই বিভাগীয় অফিস সিলেটের কর্মকর্তা রাইসুল ইসলামও মো. আল আমিন প্রসিকিউটিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন।