কোম্পানীগঞ্জে আশা’র ফ্রি মেডিকেল ক্যাম্প
প্রকাশিত হয়েছে : ১৪ আগস্ট ২০২৩, ৯:৫০:৩০ অপরাহ্ন
বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কোম্পানীগঞ্জ উপজেলার ২ নং পূর্ব ইসলাম ইউনিয়নে আশা দয়ার বাজার ব্রাঞ্চ ও স্বাস্থ্যসেবা কেন্দ্র এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
আশা দয়ার বাজার স্বাস্থ্যসেবা কেন্দ্রে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশা’র সিলেট (সদর) জেলা সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার এম জি রায়হান। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ২নং পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ইসলামপুর ইউনিয়ন পরিষদের সদস্য আনিসুর রহমান, সংরক্ষিত মহিলা ওয়ার্ডের সদস্য জরিনা বেগম, বাংলাদেশ কৃষি ব্যাংক দয়ার বাজার শাখার ব্যবস্থাপক মোঃ আব্দুল আজিজ, ব্যবসায়ী মোঃ আমির উদ্দিন, মোঃ ইয়াকুব আলী।
আশা কোম্পানীগঞ্জ অঞ্চলের আারএম এস এম ফরিদ এর স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আশা সিলেট ডিভিশন শিক্ষা অফিসার হাবিবুর রহমান (মাহবুব), আশা দয়ার বাজার ব্রাঞ্চ ম্যানেজার এ বি এম পায়েল, আশা দয়ার বাজার ব্রাঞ্চের সিনিয়র এবিএম মনোরঞ্জন বৈষ্ণব, আশা দয়ার বাজার ব্রাঞ্চের ডাক্তার মোঃ আরিফুল ইসলাম, আশা দয়ার বাজার ব্রাঞ্চ শিক্ষা সুপারভাইজার মোঃ আমিনুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি