নতুন মেয়রের সাথে হাসান মার্কেট ব্যবসায়ী সমিতির মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ১৪ আগস্ট ২০২৩, ৯:৫১:৪০ অপরাহ্ন
সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর সাথে হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির মতবিনিময় সভা সোমবার সকালে নগরীর পাঠানটুলাস্থ মেয়রের বাসভবনে অনুষ্ঠিত হয়।
হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির সভাপতির মোঃ রইছ আলীর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিয়াজ মোঃ আজিজুল করিম এর পরিচালনায় মতবিনিময় সভায় মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, স্মার্ট ও ব্যবসাবান্ধব নগরী গড়তে ব্যবসায়ীদের সাথে নিয়ে কাজ করবো। ব্যবসায়ী সমাজ ও নগরবাসীর ক্ষতি হবে, এমন কোন কাজ কাউকে করতে দেয়া হবে না। তিনি বলেন, সিলেটের ঐতিহ্যবাহী প্রাচীনতম মার্কেট হচ্ছে হাসান মার্কেট। এ মার্কেটের অতীত ঐতিহ্য রয়েছে। স্মার্ট সিলেট গড়ে তোলার সাথে সাথে হাসান মার্কেটসহ নগরীর সবগুলো মার্কেটকে স্মার্ট মার্কেটে পরিণত করতে ব্যবসায়ীদের সাথে নিয়ে বাস্তবায়ন করবো।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সমিতির প্রধান উপদেষ্টা মোঃ রফিকুল হক, উপদেষ্টা আব্দুল খালিক, মোহাম্মদ আলী আলী আকিক, আমিনুর রহমান খসরু, আজমল হোসেন চৌধুরী, সাহাব উদ্দিন, ময়না মিয়া, সমিতির সহ সভাপতি আহমদ আফজল সিরাজ পাভেল, আক্তার হোসেন সুহেল। উপস্থিত ছিলেন সমিতির সহ সাধারণ সম্পাদক সাহেদ বকস, আজিজুল মকসুদ তালহা, কোষাধ্যক্ষ বেলাল আহমদ, প্রচার সম্পাদক সৈয়দ মোরাদ হোসেন রাজিব, ব্যবসায়ী আব্দুর রহিম খান, ফখর আহমদ, সদস্য শরীফ হোসেন, নুরুল ইসলাম, মোঃ দুলাল মৃধা, রিন্টু চক্রবর্তী, বরকত মিয়া, মাহবুব আলম, অফিস সহকারী প্রনয় বিশ্বাস, সালমান হোসেন ইমন প্রমুখ।
মতবিনিময় সভায় দোয়া পরিচালনা করেন হাসান মার্কেট মসজিদের ইমাম হাফিজ এনামুল হক। বিজ্ঞপ্তি