সদর উপজেলায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ১৫ আগস্ট ২০২৩, ৬:২৫:৪৪ অপরাহ্ন
সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান বলেছেন, বর্তমান সরকারের মূল লক্ষ্য হচ্ছে দেশের উন্নয়ন। আমরা যারা সরকারের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা রয়েছি সকলে মিলে দেশের উন্নয়নে কাজ করতে হবে। যার যার নিজ অবস্থান থেকে দেশের উন্নয়নে কাজ করতে হবে। আমরা সবাই এক হয়ে কাজ করলে বাংলাদেশের উন্নয়ন কেউ বাধাগ্রস্ত করতে পারবে না।
সোমবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সিলেট সদর উপজেলার জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীজনদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
উপজেলা নির্বাহী অফিসার নাছরিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আশফাক আহমদ, সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের রাজস্ব শাখার রেভিনিউ ডেপুটি কালেক্টর কাজী শামীম, সিলেট সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সম্রাট হোসেন, সিলেট সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিল্লাত আহমদ চৌধুরী, সিলেট জেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দিন, উপজেলা কৃষি অফিসার অপূর্ব লাল সরকার, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. নাহিদ আরজুমান বানু, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আহমেদ সিরাজুম মুনির, জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুল্লাহ ইসহাক, শাহপরান (রহ.) থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের, উপজেলা যুব উন্নয়ন অফিসার আব্দুল আহাদ, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল জলিল তালুকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অভিজিৎ কুমার পাল, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল মনসুর আসজাদ প্রমুখ।মতবিনিময় সভা শেষে জেলা প্রশাসক শেখ রাসেল হাসান যুব উন্নয়নের চেক, কৃষি অফিসের পাওয়ার স্প্রেয়ার মেশিন ও অসহায় মানুষের মধ্যে ঢেউটিন বিতরণ করেন। বিজ্ঞপ্তি