কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১৫ আগস্ট ২০২৩, ৭:১৯:৪৩ অপরাহ্ন
কানাইঘাট প্রতিনিধি: সিলেটের কানাইঘাট উপজেলার মাসিক আইন শৃংখলা উন্নয়ন ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা সোমবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত হয়।কমিটির সভাপতি নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা নাসরীনের সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদের সঞ্চালনায় আইন-শৃংখলা কমিটির সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম, থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমেদসহ আইন-শৃংখলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।সভায় আইন-শৃংখলার উন্নয়ন এবং বিশেষ করে সীমান্ত এলাকার চোরাচালান প্রতিরোধে বিভিন্ন মতামত তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী।
সভাপতির বক্তব্য রাখেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা নাসরীন। বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমেদ, সুরইঘাট বিজিবি ক্যাম্পের কোম্পানী কমান্ডার হাবিলদার সারোয়ার।সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা এমদাদুল হক, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নবনিতা সরকার ত্বন্বি, সমাজসেবা কর্মকর্তা মোঃ জিলানী, শিক্ষা কর্মকর্তা গোপাল চন্দ্র সূত্রধর, আনসার বিডিপির সভানেত্রী কমলা আক্তার, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।