ছাতকে জাতীয় শোক দিবস পালিত
প্রকাশিত হয়েছে : ১৬ আগস্ট ২০২৩, ৭:৫৭:১৫ অপরাহ্ন
ছাতক সংবাদদাতা: সুনামগঞ্জের ছাতকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর ম্যূরালে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, পুরষ্কার বিতরণ, দোয়া ও মিলাদ মাহফিল সহ নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক-দোয়ারার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরের জামান চৌধুরীর সভাপতিত্বে ও ইউআরসি মোস্তফা আহসান হাবিবের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আবু শাহাদাত মোহাম্মদ লাহিন মিয়া, স্বাগত বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি ইসলাম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন সহকারী পুলিশ কমিশনার রণজয় চন্দ্র মল্লিক, ভাইস চেয়ারম্যান লিপি বেগম, ছাতক থানার অফিসার ইনচার্জ শাহ আলম, আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আব্দুল ওয়াহিদ মজনু, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কবি পুলিন রায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.রাজিব চক্রবর্তী, আওয়ামী লীগ নেতা আফজাল হোসেন, ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাকির আমিন, রাজনীতি বিদ বাবুল রায়।