শোক দিবসে কেবি ওয়াকফ এস্টেটের আলোচনা সভা
প্রকাশিত হয়েছে : ১৬ আগস্ট ২০২৩, ৭:৫৮:১১ অপরাহ্ন
সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণাঢ্য জীবন ও কর্মের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে জাতির পিতাকে হত্যা করার মধ্য দিয়ে দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবিরোধীদের সব ষড়যন্ত্রের জাল ছিন্ন করে বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত ও সুখী সুন্দর স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছেন।
বিভাগীয় কমিশনার মঙ্গলবার বিকালে নগরীর শেখঘাট জিতু মিয়ার পয়েন্টস্থ খান বাহাদুর এহিয়া ভবনে খান বাহাদুর এহিয়া ওয়াকফ এস্টেট সিলেটের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) জাকারিয়া এর সভাপতিত্বে ও খান বাহাদুর এহিয়া ওয়াকফ এস্টেট সিলেটের ম্যানেজার মোঃ আব্দুর রহমানের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তৌফিক আহমেদ। বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনারের একান্ত সচিব জয়নাল আবেদীন, বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মোঃ মহিউদ্দিন, খান বাহাদুর এহিয়া ওয়াকফ এস্টেট সিলেটের বিশেষ সহায়ক কর্মকর্তা শাহীদ মোবারক, বেনিফিসিয়ারী আব্দুল হাদী চৌধুরী। উপস্থিত ছিলেন ওয়াকফ এস্টেটের নায়েব ফয়েজ আহমদ ও সিরাজুল ইসলাম খান, এইচ.এম আমীর আলী প্রমুখ।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ১৫ আগস্টের শহীদ ও খান বাহাদুর এহিয়া’র রূহের মাগফেরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন বিভাগীয় সদর দপ্তর জামে মসজিদের ইমাম মাওলানা আলমগীর হোসাইন। বিজ্ঞপ্তি