ছাতকে অবৈধভাবে বালু উত্তোলনকালে ৩টি স্টীল নৌকাসহ ১৬ জন গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১৬ আগস্ট ২০২৩, ৮:১৩:৪২ অপরাহ্ন
ছাতক সংবাদদাতা: সুনামগঞ্জের ছাতকে সুরমা ও সোনাই নদী থেকে অবৈধভাবে বোমা মেশিন দিয়ে বালু উত্তোলনকালে ৩টি স্টীলের তৈরী বালুবাহী নৌকাসহ ১৬ জনকে নৌ-পুলিশ গ্রেফতার করেছে।
গত মঙ্গলবার সকালে নৌ-পুলিশের রাবার ড্যাম এলাকা থেকে সোনাই নদীর পাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলনকালে গোপনে অভিযান চালিয়ে বালু বোঝাই ৩টি স্টীল নৌকাসহ ১৬জন ব্যক্তিকে গ্রেপ্তার করে। বুধবার দুপুরে আসামীদেরকে নৌ-পুলিশের মামলায় গ্রেপ্তার দেখিয়ে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করলে আদালত তাদেরকে জামিন নামঞ্জুর করে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করেছেন বলে পুলিশ সুপার শম্পা ইয়াসমিন নিশ্চিত করেন। এ ঘটনায় নৌ-পুলিশের এএসআই জুয়েল আহমেদ বাদী হয়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে থানায় মামলা দায়ের করেন। জব্দকৃত আলামত ছাতক নৌ-পুলিশ ফাঁড়ির হেফাজতে আছে।
জানা যায়, দীর্ঘদিন ধরে বালুখেকোরা সোনাই নদী থেকে সরকারি সম্পত্তি নষ্ট করে কোটি কোটি টাকার বালু উত্তোলন করছে। বার বার নৌ পুলিশের অভিযানে ঘটনাস্থলে পৌঁছার আগেই বালুখেকোরা পালিয়ে যায়। গত মঙ্গলবার নৌ-পুলিশ কৌশলে ঘটনাস্থলে পৌঁছে। পুলিশ দেখে বালু উত্তোলনকারীরা পালানোর চেষ্টা করলে স্থানীয় লোকজনের সহায়তায় বৈশাকান্দি বাহাদুরপুর এলাকার সোনাই নদীর পশ্চিম তীর থেকে ১৬ জনকে আটক করে। আটককৃতরা হলো, সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখাল ইউপির চাটিবহর পূর্বপাড়া গ্রামের আব্দুল করিম (৪০), খলিলুর রহমান (৩৮), কাউছার মিয়া (২৮), মোহাম্মদ আলী (২৫), সুমন আহমদ (২৩), রাজু মিয়া (২১), কলিম উদ্দিন (২০), একরাম হোসেন (২০), ইলিয়াস আলী (২০), আনোয়ার হোসেন (১৮), রোমন আহমদ লিমন (১৯), রমজান আলী (১৯), মিজান (১৯), সাইফুর রহমান (১৯)।
ছাতক নৌ-পুলিশের ইনচার্জ আনোয়ার হোসেন মৃধা এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছাতক থানাধীন বৈশাকান্দি এলাকায় পৌঁছামাত্র দেখতে পান কতিপয় লোকজন অবৈধভাবে রাবার ড্যাম এলাকার সোনাই নদী হতে বালু উত্তোলন করছে। এদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। এ মামলায় আসামীদের গ্রেপ্তার দেখিয়ে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠান।