জামায়াতের দোয়া মাহফিল : দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামে আল্লামা সাঈদী অনুকরণীয় দৃষ্টান্ত
প্রকাশিত হয়েছে : ১৬ আগস্ট ২০২৩, ৮:৪৬:৪১ অপরাহ্ন
সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ বলেছেন, বিশ্বনন্দিত মুফাসসিরে কুরআন, জামায়াতের নায়েবে আমীর আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (র.) আজীবন কুরআনের বাণী প্রচার ও দ্বীন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন। তিনি শুধু বাংলাদেশ নয়, সমগ্র বিশ্বের এক নন্দিত ব্যক্তি ও বিশ^ ইসলামী আন্দোলনের অন্যতম শীর্ষ নেতা। সারা পৃথিবীতে তিনি মহাগ্রন্থ আল কুরআনের বাণী পৌঁছে দিয়ে কোটি কোটি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন।
তারা বলেন, বাংলাদেশের এমন কোনো জেলা নেই, যেখানে আল্লামা সাঈদী (র.) কুরআনের তাফসির করেননি। বহু উপজেলায়ও তিনি কুরআনের তাফসির করেছেন। তার তাফসির শুনে হাজার হাজার যুবক আল্লাহর পথে পরিচালত হওয়ার সিদ্ধান্ত নিয়ে তাদের জীবনকে ইসলামের আলোয় আলোকিত করেছে। বহু অমুসলিম ব্যক্তি ইসলাম গ্রহণ করেছে। আদর্শিক মোকাবেলায় ব্যর্থ হয়ে তাকে প্রহসনের বিচারে কথিত একটি মামলা সাজা দিয়ে দীর্ঘ একযুগের বেশি সময় অন্ধকার কারা প্রকোষ্ঠে বন্দী রাখা হয়। অসহনীয় জুলুম নির্যাতনে তিলে তিলে তাকে মৃত্যুর দিকে নিয়ে যায়। তাঁর মৃত্যুতে মুসলিম উম্মাহ দ্বীনের বড় এক সাধক ও ইসলামি স্কলারকে হারিয়েছে। শোককে শক্তিতে পরিণত করে তাঁর অসমাপ্ত কাজ বাস্তবানে ইসলামী আন্দোলনের কর্মীদেরক দীপ্ত শপথ নিতে হবে।
সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে বুধবার বাদ আসর নগরীর একটি মসজিদে বিশ^নন্দিত মুফাসসিরে কুরআন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর রুহের মাগফেরাত কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা উপরোক্ত কথা বলেন।
মহানগর নায়েবে আমীর মাওলানা সোহেল আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় অনুষ্ঠিত মাহফিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও মোনাজাত পরিচালনা করেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা দক্ষিণের সাবেক আমীর মাওলানা হাবিবুর রহমান।
মাহফিলে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, মহানগর সহকারী সেক্রেটারী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব ও ড. নুরুল ইসলাম বাবুল, শ্রমিক নেতা এডভোকেট জামিল আহমদ রাজু, জামায়াত নেতা ফখরুল ইসলাম ইসলাম খান, নাজিম উদ্দিন, আব্দুল কাইয়ুম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর সভাপতি সিদ্দিক আহমদ প্রমূখ। এছাড়া দোয়া মাহফিলে মহানগরী ছাড়াও জেলা উত্তর ও দক্ষিণ জামায়াতের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মাহফিলে আল্লামা সাঈদীর রুহের মাগফেরাত, শাহাদাত কবুলিয়াত ও দেশ-জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা হাবিবুর রহমান।
এছাড়া বুধবার দিনভর নগরীর বিভিন্ন মসজিদে মসজিদে আল্লামা সাঈদীর মাগফেরাত কামনায় পৃথক পৃথক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি