এইচএসসি’র প্রথম দিনে সিলেটে অনুপস্থিত ৪০৭
প্রকাশিত হয়েছে : ১৭ আগস্ট ২০২৩, ৯:২৮:৪০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : শুরু হলো এইচএসসি ও সমমান পরীক্ষা। সিলেট শিক্ষা বোর্ডের অধীনে ৮৬ টি কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষার প্রথমদিন অতিবাহিত হয়েছে। প্রথম দিনের বাংলা ১ম পত্রের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ৭৬ হাজার ৪৮৯ জন। এরমাঝে ৭৬ হাজার ৮২ জন পরীক্ষার্থী অংশ নেয়। ১ম দিনে সিলেটে মোট ৪০৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো। এরমধ্যে সিলেট জেলায় ১৬৮ জন, হবিগঞ্জে ৮৪ জন, মৌলভীবাজারে ৭৩ ও সুনামগঞ্জে ৮২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো। তবে কেউ অসদুপায় অবলম্বনের জন্য কেউ বহিষ্কার হয়নি। বৃহস্পতিবার সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়ে দুপুর ১টায় শেষ হয়।
কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানিয়েছেন, প্রথম দিন সার্বিক পরিস্থিতি সন্তোষজন ছিল। কোনো প্রকার সমস্যা বা জটিলতা পরিলক্ষিত হয়নি। পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে।সিলেট বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক শরিফ আহমেদ জানান, এবারের এসএসসি পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে। বিভাগের ৮৬ টি কেন্দ্রে শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ৩৩ টি কেন্দ্র, হবিগঞ্জ জেলায় ১৮ টি কেন্দ্র, মৌলভীবাজার জেলায় ১৪ টি কেন্দ্র ও সুনামগঞ্জ জেলায় ২১ টি কেন্দ্র রয়েছে।
এদিকে, এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁও কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষা পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।