জগন্নাথপুরে শিয়ালের কামড়ে আহত ৯
প্রকাশিত হয়েছে : ১৯ আগস্ট ২০২৩, ৭:১০:২১ অপরাহ্ন
জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরে দুই দিনে পাগলা শিয়ালের কামড়ে উপজেলার বিভিন্ন গ্রামের ৯ জন ব্যক্তি আহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় শিয়াল আতঙ্ক বিরাজ করছে। প্রতিদিন সন্ধ্যার পর থেকে শিয়ালের ভয়ে মানুষ সতর্কতার সাথে দলবেঁধে রাস্তাঘাটে চলাচল করছেন।
শিয়ালের কামড়ে আহতরা হলেন, উপজেলার কলকলিয়া ইউনিয়নের যুগলনগর গ্রামের উজ্জল মিয়া (১৪), কলকলিয়া গ্রামের আকবর মিয়া (৪৫), সাংগিয়ারগাঁও গ্রামের ছুরত মিয়া (৪৪), বালিকান্দি গ্রামের আবুল মিয়া (৩৫), মোকামপাড়া গ্রামের শিপন মিয়া (২৮), খাশিলা গ্রামের মিন্টু কুমার সেন (৬০), একই গ্রামের ফয়সল মিয়া (২৫), সৈয়দ শাহজান আলী (২২) ও সাকির আলী (৪২)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শনিবার জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. মনিরুজ্জামান বলেন, গত ১৭ ও ১৮ আগস্ট রাতে শিয়ালের কামড়ে আহতরা চিকিৎসা নিয়েছেন। তিনি স্থানীয় জনপ্রতিনিধিসহ সবার প্রতি আহবান জানিয়ে বলেন, শিয়াল প্রতিরোধে ব্যবস্থা নিতে হবে। তা না হলে দিনদিন শিয়ালের উৎপাত আরো বেড়ে যাবে।