তালতলায় দুর্বৃত্তের হামলায় কিশোর আহত, আটক ৩
প্রকাশিত হয়েছে : ১৯ আগস্ট ২০২৩, ৭:৪২:৪৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট নগরীতে এক কিশোরকে ছুরিকাঘাতে আহত করেছে দুর্বৃত্তরা। ঘটনার সাথে জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় নগরীর তালতলাস্থ পার্ক ভিউ হসপিটালের পাশে একটি গলিতে এ ঘটনা ঘটে।
হামলায় আহত কিশোরের নাম তাহিদুল ইসলাম (১৩)। সে নগরীর কুয়ারপার এলাকার তেজাব আলীর ছেলে।
জানা যায়, শুক্রবার সন্ধ্যায় নামের তাহিদকে ১০-১২ জন যুবক মিলে পার্কভিউ হসপিটালের পাশের গলিতে নিয়ে যায়। এরপর তার পেটে ও উরুতে ছুরিকাঘাত করে তার সাথে থাকা একটি সামসং মোবাইল ও নগদ বিশ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে এলাকাবাসীর সহযোগিতায় আহত তাহিদকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়।
হামলায় নেতৃত্ব দেয় নগরীর খুলিয়াটুলার বাবুল মিয়ার ছেলে বাদল (২৫), তোপখানা কাজিরবাজার এলাকার রুহাত মিয়া (২০), রুম্মান (২২) ও কলাপাড়া এলাকার ওসামা বিন রাফি (২০)। তারা যুবলীগ নেতা হাবিবুর রহমান হাবিব গ্রæপের সদস্য বলে জানা গেছে। আহত তাহিদুলের বাবা তেজাব আলী বলেন, সন্ধ্যার সময় বিকাশের মাধ্যমে টাকা পাঠিয়ে ছেলেকে বলেছিলাম তার মায়ের কাছে টাকা পৌঁছে দিতে। পরবর্তীতে আমার ছেলেকে বাদলের নেতৃত্বে একদল সন্ত্রাসীরা ধরে নিয়ে যায়। তারা আমার ছেলের শরীরে ছুরি দিয়ে একাধিক আঘাত করেছে। সে ওসমানী হাসপাতালে অপারেশন থিয়েটারে আছে।
এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ বলেন, খবর পেয়ে আমরা দ্রæত ঘটনাস্থল পরিদর্শন করেছি। ইতোমধ্যেই অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত সন্দেহে ফরিদ (২৩), হাবিব (২৪) ও শাকিল (২৩) নামের তিন জনকে আটক করেছে। বাকিদের আটকে অভিযান চলছে।