দোয়ারায় নিখোঁজের ২৪ ঘন্টা পর বৃদ্ধের লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১৯ আগস্ট ২০২৩, ৮:৩৮:১৫ অপরাহ্ন
দোয়ারাবাজার প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের বাদীখাল থেকে নিখোঁজের ২৪ ঘন্টা পর চমক আলী (৬০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।শনিবার দুপুরে দোয়ারাবাজার উপজেলার বাদীখাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করে। চমক আলী দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের কিত্তে রাজনপুর গ্রামের মৃত আব্দুল গনির ছেল।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, চমক আলী শুক্রবার দুপুরে কৃষি জমিতে কাজ শেষ করে বাড়ি ফেরার পথে বাদীখাল পারাপার হওয়ার সময় পানিতে ডুবে নিখোঁজ হন। শুক্রবার বিকালে চমক আলীর সন্ধান না পেয়ে পরিবারের লোকজন পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। শনিবার সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালিয়ে ভাসমান অবস্থায় বৃদ্ধের মরদেহ উদ্ধার করে। দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল হাসান বিষয়টি নিশ্চিত করেন।