তাহিরপুরে শোক দিবসে আওয়ামীলীগের সভা
প্রকাশিত হয়েছে : ১৯ আগস্ট ২০২৩, ৮:৪৬:০৮ অপরাহ্ন
তাহিরপুর প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আগামী জাতীয় নির্বাচনে বিজয়ী করতে সর্তকতার সাথে কাজ করার আহবান জানিয়েছেন সুনামগঞ্জ-১ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।
শনিবার দুপুরে সুনামগঞ্জের উত্তর বড়দল ইউনিয়ন পরিষদ, আ’লীগ ও বাদাঘাট ইউনিয়ন আ’লীগের আয়োজনে ১৫ আগস্ট উপলক্ষে শোক সভায় বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি মাসুক মিয়া ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা আ’লীগের সভাপতি আবুল হোসেন খাঁ, সাধারণ সম্পাদক অমল কর, ধর্মপাশা উপজেলা আ’লীগের সভাপতি শামিম আহমেদ বিলকিছ, উত্তর বড়দল ইউনিয়নের সভাপতি ও সাবেক চেয়ারম্যান জামাল উদ্দিন, আলখাছ উদ্দিন খন্দকার, বাদাঘাট ইউনিয়ন আ’লীগের সভাপতি জুনাব আলী, তাহিরপুর উপজেলা যুবলীগের আহবায়ক হাফিজ উদ্দিন, রায়হান উদ্দিন রিপন, বীর মুক্তিযোদ্ধা শহীদ তালুকদার, সাবেক চেয়ারম্যান আফতাব উদ্দিনসহ আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।