তাহিরপুরে ১৪ লক্ষাধিক টাকার ভারতীয় চিনিসহ নৌকা আটক
প্রকাশিত হয়েছে : ২০ আগস্ট ২০২৩, ৫:৫৫:০৯ অপরাহ্ন
তাহিরপুর প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্তে চোরাইপথে আনা ১৭০ বস্তা ভারতীয় চিনিসহ একটি ষ্টিলবডি নৌকা আটক করেছে বিজিবি।রোববার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে টাঙ্গুয়ার হাওর থেকে বীরেন্দ্র নগর বিওপির নায়েব সুবেদার শহিদুল ইসলামের নেতৃত্বে টহল দল চিনিসহ নৌকা আটক করে।
সুনামগঞ্জ ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ বীরেন্দ্র নগর বিওপির নায়েব সুবেদার শহিদুল ইসলাম চিনিসহ নৌকা আটকের সত্যতা নিশ্চিত করে জানান, রাতে টাঙ্গুয়ার হাওরে অভিযান চালিয়ে ১৭০ বস্তা চিনি, একটি ভিবো মোবাইল ফোন ও দুটি সিম জব্দ করা হয়েছে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা নৌকা ফেলে পালিয়ে যায়। আটককৃত মালামালের সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ১৪ লক্ষ ১৯ হাজার পাঁচশত টাকা। এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।