জামালগঞ্জ সাহিত্য সংসদের সাহিত্য আড্ডা
প্রকাশিত হয়েছে : ২০ আগস্ট ২০২৩, ৭:০৭:২৩ অপরাহ্ন
জামালগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় নবীণ-প্রবীন সাহিত্য অনুরাগীদের সংগঠন ‘জামালগঞ্জ সাহিত্য সংসদ’ এর পরিচিতি ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় জামালগঞ্জ শহরে লাইফ স্টাইল শপিং স্টোরে অনুষ্ঠিত সাহিত্য আড্ডায় প্রধান অতিথি ছিলেন সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের আজীবন সদস্য, সিলেট সিটি স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল সেনুয়ারা আক্তার চিনু।
জামালগঞ্জ সাহিত্য সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি মো: নুরুল হক (আর্মি)’ র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা হরেন্দ্র তালুকদার, সাচনাবাজার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: নুরজালাল, জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন আতিকুর রহমান আদিল, হাসিবুল হাসান, ছাদিকুর রহমান স্বাধীন খান, ইব্রাহিম হোসেন, মেহেদী হাসান, শাহিন আলম, মারুফ প্রমুখ।
সভাপতি ও বিশেষ অতিথি সাহিত্য চর্চা ও মানুষের কল্যাণে কাজ করার জন্য বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।