রাজনীতিবিদ মনির উদ্দিন মাস্টার অসুস্থ, দোয়া কামনা
প্রকাশিত হয়েছে : ২০ আগস্ট ২০২৩, ৭:২১:২৮ অপরাহ্ন
জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি ও সিলেট জেলা জেএসডি’র সাবেক সভাপতি মনির উদ্দিন মাস্টারকে গুরুতর অসুস্থ অবস্থায় সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মনির উদ্দিন মাস্টার প্রায় ২ বছর যাবৎ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ি ছিলেন। একাধিকবার হাসপাতালে ভর্তি করা হলেও তার শারীরিক অবস্থার উন্নতি হয়নি। তার শারীরিক অবস্থার আরো অবনতি হলে গত শুক্রবার বিকেলে তাকে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বর্তমানে হাসপাতালের ৪র্থ তলাস্থ আইসিইউ ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।
তার পরিবার, জেএসডি কেন্দ্রীয় কমিটি ও সিলেট জেলা কমিটি এবং শুভাকাঙ্খীদের পক্ষ থেকে তার আশু সুস্থতায় দোয়া কামনা করা হয়েছে। বিজ্ঞপ্তি