সিকৃবিতে বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা
প্রকাশিত হয়েছে : ২১ আগস্ট ২০২৩, ৬:০৪:২৪ অপরাহ্ন
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডাঃ মোঃ জামাল উদ্দিন ভুঞা বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বীর বাঙ্গালিকে উজ্জীবিত করে বিশ্বমানচিত্রে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করেছেন। এ কারণেই তাঁর মৃত্যু বাঙ্গালির সামনে শুধু শোকের দিন নয়, চেতনার জায়গা থেকে তিনি বাঙ্গালির সামনে মৃত্যুহীন।
সোমবার বিশ্ববিদ্যালয় অডিটরিয়ামে গণতান্ত্রিক শিক্ষক পরিষদের আয়োজনে বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।এ সময় তিনি আরও বলেন, ১৫ আগস্ট আমাদের বার বার মনে করিয়ে দেয় দেশপ্রেম মরে যায়নি। তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে আমরা স্মার্ট বাংলাদেশ গড়তে সক্ষম হবো।
গণতান্ত্রিক শিক্ষক পরিষদের সভাপতি প্রফেসর ড. মোঃ শহীদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর বেপারীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রক্টর এবং ভারপ্রাপ্ত ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক প্রফেসর ড. মোঃ মনিরুল ইসলাম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক নেতৃবৃন্দ, অফিসার নেতৃবৃন্দ, কর্মচারি নেতৃবৃন্দ, ছাত্রলীগ নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারিবৃন্দ অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি