জামালগঞ্জে জয় ইউনাইটেড ফাউন্ডেশনের হুইল চেয়ার বিতরণ
প্রকাশিত হয়েছে : ২১ আগস্ট ২০২৩, ৬:১০:০০ অপরাহ্ন
জামালগঞ্জ উপজেলায় জয় ইউনাইটেড ফাউন্ডেশন ও শেফিল্ড ইউকে ট্রাস্ট এর উদ্যোগে গরিব ও দুঃস্থ, পঙ্গু, বিকলাঙ্গ ও প্যারালাইজড মানুষদের মধ্যে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। রোববার উপজেলার তেলিয়াপাড়ায় সুবিধা বঞ্চিত মানুষদের মধ্যে এসব হুইল চেয়ার বিতরণ করা হয়।
হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম জিলানী আফিন্দী রাজু, জামালগঞ্জ উপজেলা প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান হাবিব, কোষাধ্যক্ষ বায়েজীদ বিন ওয়াহিদ, বাংলাদেশ ছাত্রলীগ সুনামগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান তারেক, সাবেক ছাত্রলীগ নেতা নিজাম নুর, জামালগঞ্জ উপজেলা কৃষকলীগ সভাপতি জালাল মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সানোয়ার আলম সেন্টু, আব্দুর রকিব, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক উপ ছাত্র-বিষয়ক সম্পাদক শেরন মিয়া, ইফতেখার চৌধুরী, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ইয়াছিন আরাফাত, ইব্রাহীম শাহ্সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। বিজ্ঞপ্তি