কানাইঘাটে সাজাপ্রাপ্ত ২ আসামী গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ২২ আগস্ট ২০২৩, ৭:২৬:০৭ অপরাহ্ন
কানাইঘাট প্রতিনিধি: সিলেটের কানাইঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে।রোববার সকাল ১১টার দিকে কানাইঘাট থানা পুলিশের এস.আই রাম চন্দ্র দেব ও মুহাম্মদ নঈম উদ্দিন সিলেট কোতয়ালী মডেল থানার বন্দরবাজার এলাকা থেকে মেট্রো পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করে কানাইঘাট উপজেলার নয়াখেল গ্রামের জামাল আহমদের পুত্র ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী আব্দুর শুক্কুর ও বাউরভাগ ১ম খন্ড গ্রামের আলিম উদ্দিনের পুত্র সাজাপ্রাপ্ত পলাতক আসামী সোহেলকে গ্রেফতার করা হয়।
থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমেদ জানিয়েছেন, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের নির্দেশে ও কানাইঘাট সার্কেলের এএসপি অলক কান্তি শর্ম্মার দিক নির্দেশনায় প্রতিদিন কানাইঘাট থানা পুলিশ বিভিন্ন মামলার ওয়ারেন্ট ও সাজাপ্রাপ্ত আসামীদের গ্রেফতারের পাশাপাশি অপরাধমূলক কর্মকান্ড দমনে কাজ করে যাচ্ছে।