সিলেটে বিএসটিআই’র পৃথক অভিযান
প্রকাশিত হয়েছে : ২৩ আগস্ট ২০২৩, ৭:৪৯:৫৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সিলেট নগরী ও শহরতলীর বিসিকে আলাদা দুটি মোবাইল কোর্টের মাধ্যমে বুধবার অভিযান চালিয়েছে বিএসটিআই সিলেট বিভাগীয় অফিস। এতে ৫ টি মামলায় ৩৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
বিএসটিআই সূত্র জানায়, জেলা প্রশাসন সিলেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট জসিম উদ্দিনের নেতৃত্বে নগরীর জিন্দাবাজারের অভিযানে মেসার্স টপ টেন মার্টে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। আমদানীকারক ও বিএসটিআইয়ের ছাড়পত্র বিহীন কসমেটিকস পণ্য বাজারজাত করার অপরাধে তাদের এই জরিমানা করা হয়। এসময় বিএসটিআই বিভাগীয় অফিস সিলেটের কর্মকর্তা সুমন সাহা এবং মো. আল-আমিন প্রসিকিউটিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন।
এদিকে একইদিন বিএসটিআই’র আরেকটি দল নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছরিন আক্তারের নেতৃত্বে শহরতলীর বিসিকে মোবাইল কোর্ট পরিচালনা করে।
এতে মেসার্স মি. সুইট, বিসিক শি/এ তে বিস্কুট পন্যের অনুকূলে সিএম লাইসেন্স নবায়ন ব্যতীত মানচিহ্ন ব্যবহার করার অপরাধে ২৫ হাজার টাকা, মেসার্স পিউরিয়া, বিসিক ই/এ তে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২ হাজার টাকা এবং মেসার্স বনফুল এন্ড কোং, বিসিক ই/এ তে ব্রেড পণ্যে উৎপাদন তারিখ না থাকায় ১ হাজার ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১ হাজার টাকা জরিমানা করা হয়। বিএসটিআই বিভাগীয় অফিস সিলেটের কর্মকর্তা প্রকৌশলী মরিয়ম এবং মো. তারিকুল ইসলাম সুমন এতে প্রসিকিউটিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন।