সিলেট ঘুরে গেলেন মার্কিন রাষ্ট্রদূত
প্রকাশিত হয়েছে : ২৩ আগস্ট ২০২৩, ১০:০৫:৩৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট ঘুরে গেলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। মঙ্গলবার দু’দিনের এক সংক্ষিপ্ত সফরে সিলেটে আসেন তিনি।
সিলেট পৌঁছে ওইদিন বিকেলে তিনি নবীগঞ্জে শেভরণ বাংলাদেশ এর বিবিয়ানা গ্যাস প্লান্ট পরিদর্শন করেন। পরদিন বুধবার তিনি শেভরণ এর সহায়তাপুষ্ট ও সিলেট সমাজকল্যাণ সংস্থা (এসএসকেএস) পরিচালিত করিমপুর স্বাস্থ্যসেবা ক্লিনিক পরিদর্শন করেন। এ সময় তিনি এর প্রতিটি বিভাগ ঘুরে দেখেন। তাঁর সাথে ছিলেন দূতাবাসের ইকোনমিক অফিসার এ্যামি ক্যাস, শেভরণ বাংলাদেশ এর প্রেসিডেন্ট এরিক এম ওয়াকার ও কর্পোরেট এ্যাফেয়ার্স ডিরেক্টর মোহাম্মদ ইমরুল কবির প্রমুখ।
এ সময় এসএসকেএস’র সাধারণ সম্পাদক বেলাল আহমদ মেটারনিটি ক্লিনিক এবং তাঁর সংস্থার সার্বিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন তুলে ধরেন। রাষ্ট্রদূত শেভরণ সহায়তায় পরিচালিত এসব কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।