সুন্নি ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি
প্রকাশিত হয়েছে : ২৪ আগস্ট ২০২৩, ৭:০৮:৫৫ অপরাহ্ন
বাংলাদেশ জাতীয় সুন্নি ওলামা মাশায়েখ পরিষদ সিলেট জেলার আয়োজনে সারা দেশে ৩০ লাখ বৃক্ষ রোপণ কর্মসূচির আওতায় ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ নিহত সকল শহীদের স্মরণে বৃহস্পতিবার সিলেট সরকারি আলিয়া মাদ্রাসায় বৃক্ষ রোপণ কর্মসূচি বাস্তবায়ন হয়েছে।
বাংলাদেশ জাতীয় সুন্নি ওলামা মাশায়েখ পরিষদ সিলেট জেলার সভাপতি মাওলানা মুহাম্মাদ আব্দুন নূর এর সভাপতিত্বে ও বাংলাদেশ জাতীয় সুন্নি ওলামা মাশায়েখ পরিষদ সিলেট জেলার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুস সালাম এর সঞ্চালনায় বৃক্ষরোপণ কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সুন্নি ওলামা মাশায়েখ পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি হাকীম মাওলানা আনছার আহমদ সিদ্দিকী। প্রধান আলোচকের বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় সুন্নি ওলামা মাশায়েখ পরিষদ কেন্দ্রীয় কমিটি সাধারণ সম্পাদক মাওলানা আহমদ আলী হেলালি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগ সিলেট মহানগর সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, বাংলাদেশ জাতীয় সুন্নি ওলামা মাশায়েখ পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এরশাদ খান, সুনামগঞ্জ আক্তাপাড়া ফাজিল মাদ্রাসার সভাপতি প্রমুখ। বিজ্ঞপ্তি