সিলেট বিভাগ গণদাবী ফোরামের সভা
প্রকাশিত হয়েছে : ২৪ আগস্ট ২০২৩, ৭:১৩:২৯ অপরাহ্ন
সিলেট বিভাগ গণদাবী ফোরাম আন্তর্জাতিক রুটে বাংলাদেশ বিমানের ভাড়া অন্যান্য বিদেশী এয়ার লাইন্সের সাথে সামঞ্জস্য রেখে নির্ধারণের দাবী জানিয়েছেন। বাংলাদেশ বিমানের অযৌক্তিক ভাড়ার কারণে প্রবাসীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এছাড়া বিমান বন্দরে অবাঞ্ছিত ও অযৌক্তিক চেকিং এর নামে যাত্রী হয়রানি বন্ধ করার জন্য দাবী জানানো হয়েছে।বৃহস্পতিবার বিকালে নগরীর সুরমা ম্যানশনের ৩য় তলাস্থ সংগঠনের কার্যালয়ে সিলেট বিভাগ গণদাবী ফোরামের সভায় এ দাবী জানানো হয়।
সিলেট বিভাগ গণদাবী ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি চৌধুরী আতাউর রহমান আজাদ এডভোকেট এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিলেট বিভাগের বিভিন্ন সমস্যা নিয়ে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা বদরুল আহমদ চৌধুরী এডভোকেট, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মহি উদ্দিন আহমদ, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী গোলাম মর্তুজা, সিলেট মহানগর শাখার সভাপতি শামীম হাসান চৌধুরী এডাভোকেট, সিলেট জেলা শাখার সভাপতি দেওয়ান মসুদ রাজা চৌধুরী, সাধারণ সম্পাদক সাংবাদিক চৌধুরী দেলওয়ার হেসেন জিলন, সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান চৌধুরী, কেন্দ্রীয় সদস্য শিক্ষক আব্দুল মালিক, রিয়াজ উদ্দিন, আনোয়ার উদ্দিন বুরহানাবাদী, কয়েছ আহমদ সাগর, আমীন তাহমীদ, শরীফুল হুদা চৌধুরী এডভোকেট, মলয় চক্রবর্তী এডভোকেট, ওয়াহিদুর রহমান এডভোকেট, নেপাল চন্দ্র চন্দ এডভোকেট, শওকত আলী প্রমুখ।বক্তাগণ সিলেট বিভাগের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত অফিস আদালত ও প্রতিষ্ঠান, সকল শিক্ষা প্রতিষ্ঠান সমূহে ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারী নিয়োগে সিলেট বিভাগের স্থায়ী বাসিন্দাদের নিয়োগের দাবী জানান। অপরাধী শনাক্ত ও বিচারকার্য ত্বরান্বিত করার স্বার্থে অবিলম্বে বিভাগীয় শহর সিলেটে একটি ফরেন্সিক ল্যাবরেটরি বা রাসায়নিক পরীক্ষা ও গবেষণাগার স্থাপনের দাবী জানান।
খাদ্য ও ঔষধ সামগ্রী ভেজাল প্রতিরোধে ও দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং সহ মোবাইল কোর্ট ও আইন-শৃঙ্খলা বাহিনী তৎপরতা বৃদ্ধির দাবী জানানো হয়। বিজ্ঞপ্তি