সাংবাদিক হাবিবুর রহমান স্মরণে দিরাই প্রেসক্লাবে দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ২৪ আগস্ট ২০২৩, ৮:৪৩:৫২ অপরাহ্ন
দিরাই প্রতিনিধি: সুনামগঞ্জের দিরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হাবিবুর রহমান তালুকদারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে দিরাই প্রেসক্লাবের উদ্যোগে শহরের একটি কনফারেন্স হলে এ শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাব সভাপতি শামসুল ইসলাম সরদার খেজুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটনের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দিরাই পৌরসভার মেয়র বিশ্বজিৎ রায়। এতে আরো বক্তব্য রাখেন প্রেসক্লাব সহ সভাপতি সোয়েব হাসান, শাহজাহান মাহমুদ হেলাল, সিনিয়র সাংবাদিক ইয়াহিয়া চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক ইমরান হোসাইন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু হানিফ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক সৈদুর রহমান তালুকদার, কোষাধ্যক্ষ প্রশান্ত সাগর দাস, সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হোসেন জোসেফ, সদস্য তোফায়েল আহমদ, শাহজাহান সিরাজ, সুহানুর রহমান সুমন, রুকুনুজ্জামান জহুরী, উবাইদুল হক। আলোচনা সভা শেষে সাংবাদিক হাবিবুর রহমান তালুকদারের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন মজলিশপুর জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুর রউফ।