৪৪ কেজি গাঁজাসহ ২ বিক্রেতা গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ২৪ আগস্ট ২০২৩, ৮:৪৬:৩২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : ৪৪ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৯। এ ঘটনায় ধৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। গতকাল তাদেরকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার দড়িলাপাং গ্রামের বারেক মিয়ার ছেলে শরিয়তুল্লাহ (২০) ও একই উপজেলার খলিল মিয়ার ছেলে সুজন(২১)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত আড়াইটার দিকে র্যাব-৯ এর সিপিসি-১ ব্রাহ্মণবাড়িয়া কোম্পানির একটি দল নবীনগর উপজেলার শিবপুর কলিকারা এলাকায় অভিযান চালিয়ে ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজতে থাকা ৪৪ কেজি গাঁজা জব্দ করা হয়। এ ঘটনায় ধৃত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করে। পরে জব্দকৃত আলামতসহ আসামীদের নবীনগর থানায় হস্তান্তর করে র্যাব।