ইংরেজি দ্বিতীয় পত্রে বহিষ্কার ৬৬
প্রকাশিত হয়েছে : ২৪ আগস্ট ২০২৩, ৯:১৩:৩১ অপরাহ্ন
জালালাবাদ রিপোর্ট : এইচএসসির চতুর্থ দিনে ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষায় সারাদেশে ৬৬ জন পরীক্ষার্থী ও কক্ষ পরিদর্শকের দায়িত্বে থাকা শিক্ষক বহিষ্কৃত হয়েছেন। বহিষ্কৃতদের মধ্যে ৬৫ জন পরীক্ষার্থীর ও ১ জন শিক্ষক। অনুপস্থিত ছিলেন ৭ হাজার ৪২৫ জন পরীক্ষার্থী। এরমাঝে সিলেট বোর্ডে অনুপস্থিত ছিলেন ৫৪১ পরিক্ষার্থী।
বৃহস্পতিবার সকালে ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, কুমিল্লা, রাজশাহী, যশোর, সিলেট ও দিনাজপুর এ আট বোর্ডে এইচএসসির ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রাকৃতিক দূর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি, কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি বিএম-বিএমটি, ভোকেশনাল, ডিপ্লোমা ইন কমার্স ও মাদরাসা শিক্ষা বোর্ডের আলিম পরীক্ষা আগামী রোববার (২৭ আগস্ট) থেকে শুরু হবে।
এইচএসসি ও সমমান পরীক্ষার চতুর্থ দিনে ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষায় বহিষ্কৃত হয়েছেন ৬৫ জন পরীক্ষার্থী। তাদের মধ্য ঢাকা বোর্ডে ৭ জন, রাজশাহী বোর্ডে ২ জন, বরিশাল বোর্ডের ১২ জন, দিনাজপুর বোর্ডে ১৩ জন, কুমিল্লা বোর্ডের ৭ জন, ময়মনসিংহ বোর্ডে ২১ জন ও যশোর বোর্ডের ৩ পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন। আর ময়মনসিংহ বোর্ডে কক্ষ পরিদর্শকের দায়িত্বে থাকা ১ জন শিক্ষক বহিষ্কৃত হয়েছেন। তবে সিলেট বোর্ডে কোন শিক্ষার্থী বহিষ্কার হয়নি।
এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় সারাদেশে নিয়মিত ও অনিয়মিতসহ মোট ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন পরীক্ষার্থীর অংশ নেয়ার কথা। চতুর্থ দিনে আট বোর্ডে পরীক্ষা ছিলো ৯ লাখ ৯০ হাজার ৩০ জনের। এদের মধ্যে ১ হাজার ৪১৩টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিয়েছেন ৯ লাখ ৮২ হাজার ৬০৫ জন। অনুপস্থিত ছিলেন ৭ হাজার ৪২৫ জন।
জানা গেছে, আটটি সাধারণ বোর্ডের মধ্যে ঢাকা বোর্ডের ২ হাজার ৫০ জন, রাজশাহী বোর্ডের ১ হাজার ১৯০ জন, কুমিল্লা বোর্ডের ৬৯৮ জন, যশোর বোর্ডের ৮৬৯ জন, সিলেট বোর্ডের ৫৬১ জন, বরিশাল বোর্ডের ৫১৮ জন, দিনাজপুর বোর্ডের ৯৭২ জন এবং ময়মনসিংহ বোর্ডের ৫৬৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।