ডেঙ্গুতে আরো ৮ মৃত্যু
প্রকাশিত হয়েছে : ২৪ আগস্ট ২০২৩, ৯:৩১:৪৭ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক : ডেঙ্গুতে প্রতিদিনই প্রাণহানির তালিকায় নতুন নতুন নাম যোগ হওয়ায় স্বজনদের আহাজারি বাড়ছে। ঢাকার বাইরেই এখন ডেঙ্গু রোগীর দাপট বেশি। একদিনে আরও ৮ জনের প্রাণহানি ঘটেছে। গত ২৪ দিনে মৃত্যু ২৬৩ জন। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫১৪ জনে। দেশে ইতিমধ্যে ডেঙ্গু রোগী মৃত্যু ও শনাক্তে পুরনো রেকর্ড ভেঙে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ২ হাজার ২০১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরের এ পর্যন্ত ১ লাখ ৮ হাজার ৬৩০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানীতে ৫১ হাজার ৯৫৩ জন এবং ঢাকার বাইরে ৫৬ হাজার ৬৭৭ জন। মৃত ৫১৪ জনের মধ্যে নারী ২৯৫ জন এবং পুরুষ ২১৯ জন।
মোট মৃত্যুর মধ্যে ঢাকার বাইরে মারা গেছেন ১৩৪ জন এবং রাজধানীতে ৩৮০ জন।
আজ সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ২ হাজার ২০১ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৯২৬ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ২৭৫ জন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন ২ হাজার ২০১ জনসহ বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৯৪২ জনে। ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৩ হাজার ৭৬৩ জন এবং ঢাকার বাইরে ৪ হাজার ১৭৯ জন। চলতি বছরের এ পর্যন্ত ১ লাখ ৮ হাজার ৬৩০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ভর্তি রোগীর মধ্যে পুরুষ আক্রান্ত ৬৭ হাজার ৭২৭ জন এবং নারী ৪০ হাজার ৯০৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ১৭৪ জন।