স্কলারশিপ নিয়ে কিংস ফাহাদ ইউনিভার্সিটিতে কুলাউড়ার আলভী
প্রকাশিত হয়েছে : ২৫ আগস্ট ২০২৩, ৫:৪৫:২৬ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি: কিংস ফাহাদ ইউনিভার্সিটি অব পেট্রোলিয়াম অ্যান্ড মিনারেলস সৌদি আরবের দাহরানে অবস্থিত দেশটির অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়। বিশ্বমানের বিজ্ঞানভিত্তিক বিষয়, ইঞ্জিনিয়ারিং ও ম্যানেজমেন্ট প্রোগ্রামের জন্য এর বিশেষ খ্যাতি রয়েছে। এই বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সুযোগ লাভ করেছেন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার প্রকৌশলী আব্দুল্লাহ আলাভী। তিনি ২ বছর মেয়াদি মাস্টার্স ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের আওতায় ইতিমধ্যে ফুল স্কলারশীপ নিয়ে গত ২২ আগস্ট সৌদি আরবে পৌঁছেছেন।
আলভী কুলাউড়ার দক্ষিণ বাজার এলাকার প্রকৌশলী রোকন ইবনে ফয়জীর জ্যেষ্ঠ পুত্র। এ ছাড়া সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগ বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডা. সাঈদ এনাম ওয়ালিদের ভ্রাতুষ্পুত্র এবং মরহম শিক্ষক এ এফ আব্দুল মুনিম ফয়জীর নাতি।
জানা যায়, আলভী ইতিপূর্বে সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন। ফুল স্কলারশীপ নিয়ে যাওয়া কিংস ফাহাদ ইউনিভার্সিটি অব পেট্রোলিয়াম অ্যান্ড মিনারেলস বিশ্ববিদ্যালয়ে আলভী সিলেট বিভাগের একমাত্র ছাত্র।