হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের স্মরণ সভা
প্রকাশিত হয়েছে : ২৫ আগস্ট ২০২৩, ৬:১২:০২ অপরাহ্ন
নগরীর বন্দর বাজারস্থ ব্রহ্ম মন্দিরে বৃহস্পতিবার মেজর জেনারেল সি আর দত্ত বীর উত্তমের চতুর্থ মহাপ্রয়ান দিবস উপলক্ষে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সিলেট মহানগর শাখার উদ্যোগে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েল।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সিলেট মহানগর শাখার সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দেব এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মলয় পুরকায়স্থ, পুজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রজত কান্তি ভট্টাচার্র্য্য, পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোপিকা শ্যাম পুরকায়স্থ, ঐক্য পরিষদ সিলেট মহানগর শাখা সহ-সভাপতি ডিকন নিঝুম সাংমা, শ্যামল ধর, নির্মল কুমার সিনহা, বীর মুক্তিযোদ্ধা পান্না লাল রায়, পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক চন্দন দাস, ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক বাবুল দেব, জি ডি রুমু, যুগ্ম সম্পাদক রাজ কুমার পাল রাজু, এডভোকেট অরবিন্দ দাসগুপ্ত বিভু, এডভোকেট বাবলু ভৌমিক, মনোজ কান্তি দত্ত মুন্না, অরুপ রায়, নিখিল মালাকার, অপরেশ দাস অপু, যুব ঐক্য পরিষদ সিলেট মহানগর শাখার আহব্বায়ক রথিন্দ্র দাস ভক্ত, ছাত্র ঐক্য পরিষদ সিলেট মহানগর শাখার আহ্বায়ক রকি দেব প্র্মূখ। বিজ্ঞপ্তি