জগন্নাথপুরে ছাত্রলীগের শোক র্যালি
প্রকাশিত হয়েছে : ২৫ আগস্ট ২০২৩, ৭:১৩:১৫ অপরাহ্ন
জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরে ছাত্রলীগের উদ্যোগে শোকাবহ আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব স্মরণে শোক র্যালি অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে শোক র্যালিতে উপজেলার প্রতিটি ইউনিয়ন ছাত্রলীগের পৃথক পৃথক র্যালি এসে স্থানীয় পৌর পয়েন্টে এসে মিলিত হয়। পরে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শোক র্যালিটি। জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল মুকিতের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তাহা আহমদের পরিচালনায় অনুষ্ঠিত র্যালিতে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র মিজানুর রশীদ ভূইয়া ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুসহ উপজেলার সকল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সকল নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন।