দাম না কমলে ডিম আমদানি করবে সরকার : বাণিজ্য সচিব
প্রকাশিত হয়েছে : ২৫ আগস্ট ২০২৩, ৭:৪৫:৫২ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: ডিমের দাম যৌক্তিক পর্যায়ে না এলে সরকার শিগগিরই ডিম আমদানি করবে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। শুক্রবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (এফডিসি) মিলনায়তনে ‘ভোক্তা-অধিকার নিশ্চিতকরণে প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা’ নিয়ে এক ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
সচিব বলেন, অল্প সময়ের মধ্যে ডিমের দাম যৌক্তিক পর্যায়ে রাখা সম্ভব না হলে অচিরেই ডিম আমদানির চিন্তা ভাবনা করা হচ্ছে। পরিবহন ভাড়া নিয়ন্ত্রণ, চাঁদাবাজি বন্ধ করাসহ সাপ্লাই চেইন নিশ্চিত করতে পারলে ভোক্তাদের ন্যায্যমূল্যে পণ্য ক্রয় সহজ হবে। তবে এক্ষেত্রে ভ্যাট-ট্যাক্স সহনীয় রেখে উন্মুক্ত আমদানির ব্যবস্থা রাখতে হবে। কারণ আমাদের ভোজ্যতেল ৯০%, চিনি ৯৯% ও আদা, রসুন, পেঁয়াজ, ডাল ইত্যাদি আমদানি নির্ভর। তিনি বলেন, সরকার ব্যবসায়ীদের বিরুদ্ধে নয়। তবে ব্যবসায়ীদেরও অতিরিক্ত লোভ এড়াতে হবে। অল্প সময়ের মধ্যে ডিমের দাম যৌক্তিক পর্যায়ে রাখা সম্ভব না হলে ডিম আমদানির চিন্তাভাবনা করা হবে।
তপন কান্তি ঘোষ বলেন, উৎপাদক পর্যায়ে সমবায় শক্তিশালী হলে উৎপাদন বাড়বে এবং কৃষকরা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হবে না। তারপর, তারা তাদের নিজস্ব পণ্য ভোক্তা পর্যায়ে পৌঁছে দিতে সক্ষম হবে।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও ডিবেট ফর ডেমোক্রেসি যৌথভাবে প্রতিযোগিতাটির আয়োজন করে। এতে বিশেষ অতিথি ছিলেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ. এইচ. এম. সফিকুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।