পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সমাবেশ সফলে প্রস্তুতি সভা
প্রকাশিত হয়েছে : ২৫ আগস্ট ২০২৩, ৭:৫৬:৫৫ অপরাহ্ন
পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন করার লক্ষ্যে ২২ সেপ্টেম্বর সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বিকাল ৩টায় বিভাগীয় সংহতি সমাবেশ অনুষ্ঠিত হবে। সিলেট বিভাগীয় সংহতি সমাবেশ সফলের লক্ষ্যে বৃহস্পতিবার রাত ৮টায় জিন্দাবাজারস্থ নজরুল একাডেমীতে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলন সিলেট এর আহবায়ক জাসদ জেলা সভাপতি লোকমান আহমদ এর সভাপতিত্বে ও পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন সিলেট এর সদস্য সচিব বাসদ জেলা আহ্বায়ক আবু জাফর এর সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলন সিলেট এর যুগ্ম আহ্বায়ক, এ কে শেরাম, পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলন সিলেট এর যুগ্ম আহ্বায়ক জান্নাত আরা খান, পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলন সিলেট এর যুগ্ম আহ্বায়ক খারুরুল হাসান, সিলেট জেলা বাসদ (মার্কসবাদী) আহ্বায়ক উজ্জল রায়, জাসদ মহানগর সভাপতি (ভারপ্রাপ্ত) ফারুক আহমদ, গণতন্ত্রী পার্টি সাধারণ সম্পাদক জুনেদুর রহমান চৌধুরী, সাম্যবাদী দলের সম্পাদক ব্রজ গোপাল, বিপ্লবী কমিউনিস্ট লীগের সভাপতি সিরাজ আহমদ, জাসদ সাধারণ সম্পাদক কে এ কিবরিয়া চৌধুরী, জাসদ মহানগর সাধারণ সম্পাদক গিয়াস আহমদ, বাংলাদেশ আদিবাসী ফোরামের নারায়ন কুর্ম্মী, ওয়ার্কার্স পার্টি জেলা সদস্য হিমাংশু মিত্র, সম্মিলিত সামাজিক আন্দোলনের সাধারণ সম্পাদক দেবব্রত রায় দিপন, জাসদের নজমুল ইসলাম, জাসদের মাহমুদ চৌধুরী, ডাব্লিউজেএস এর নিপুণ রিছিল, নাট্যকর্মী সাইফুল বারী, গণতন্ত্রী পার্টির আজিজুর রহমান, ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক নাহিদ হাসান প্রান্তিক ও কোষাধ্যক্ষ অভ্রভেদী সন্দীপ প্রমূখ।
সভায় নেতৃবৃন্দ, পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে আগামী ২২ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৩টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বিভাগীয় সংহতি সমাবেশ সফল করার জন্য সবার প্রতি আহ্বান জানান। বিজ্ঞপ্তি