শাহপরান পশ্চিম থানা কৃষি ও মৎস্যজীবি শ্রমিক ইউনিয়নের বৃক্ষরোপণ
প্রকাশিত হয়েছে : ২৫ আগস্ট ২০২৩, ৭:৫৮:৫৯ অপরাহ্ন
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্র ঘোষিত মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচীর অংশ হিসেবে ফেডারেশনের আওতাধিন বিভিন্ন শ্রমিক ইউনিয়নের বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত রয়েছে। ধারাবাহিক কার্যক্রমে ফেডারেশনের আওতাধিন শাহপরান থানা কৃষি ও মৎস্যজীবি শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত হয়েছে। শুক্রবার শহরতলীর মেজরটিলা পশ্চিম ভাটপাড়া এলাকায় কৃষকদের মাঝে চারা বিতরণ ও বৃক্ষরোপণ করা হয়েছে।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরে অন্তর্ভুক্ত ট্রেড ইউনিয়নের সভাপতি মোঃ রাশেদ আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাইফুলের পরিচালনায় চারা বিতরণ ও বৃক্ষরোপণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহপরান পশ্চিম থানা কৃষি ও মৎস্যজীবি শ্রমিক ইউনিয়নের থানা কৃষি ও মৎস্যজীবি শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা মোঃ শামীম আহমদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের ট্রেড ইউনিয়ন বিষয়ক সম্পাদক ও প্রচার সম্পাদক মোঃ দিলশাদ মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর অফিস সম্পাদক ও শাহপরান পশ্চিম থানা সভাপতি আব্দুল জলিল, মহানগর সহ ট্রেড ইউনিয়ন বিষয়ক সম্পাদক আকবর আলী। এসময় সংগঠনের থানা পর্যায়ের শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি