যতরপুরে কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ২৫ আগস্ট ২০২৩, ৮:১১:০১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : নগরীতে গলায় ফাঁস লাগালো অবস্থায় এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বেলা ২টার দিকে যতরপুর নবপুষ্প আবাসিক এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে ময়না তদন্তের জন্য পুলিশ মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
ওই যুবকের নাম সুলতান মিয়া (১৬)। সে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার সুমন মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করে এসএমপির সোবহানীঘাট ফাঁড়ির ইনচার্জ এস.আই শামীম আহমদ বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করি। ঘরের তীরে সঙ্গে উড়না দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় লাশটি ঝুলন্ত ছিলো। প্রাথমিক অবস্থায় ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। লাশের ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে বিস্তারিত বলা যাবে।