৩২ কেজি গাঁজাসহ বিক্রেতা গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ২৫ আগস্ট ২০২৩, ৮:১৪:৩১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : হবিগঞ্জের বাহুবল উপজেলা থেকে সাড়ে ৩২ কেজি গাঁজাসহ পেশাদার এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় মাদক বহনকারী সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়। এ ঘটনায় ধৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী কাউসার মিয়া (৩৪) বাহুবল উপজেলার যশপাল এলাকার চেরাগ আলীর ছেলে।
শুক্রবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে র্যাব-৯ এর মিডিয়া শাখা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ৯টায় র্যাব-৯ এর সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ কোম্পানির একটি দল বাহুবলের পালপাড়া দ্বিমুরা এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী কাউসার মিয়াকে গ্রেফতার করে। এ সময় তার হেফাজতে থাকা ৩২ কেজি ৫শ’ গ্রাম গাঁজা ও মাদক বহনকারী সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়। এ ঘটনায় ধৃত ব্যক্তির বিরুদ্ধে র্যাব বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে। পরে জব্দকৃত আলামতসহ আসামীকে বাহুবল থানায় হস্তান্তর করে র্যাব।