লন্ডনে জিসিএসই পরীক্ষায় বাংলাদেশী মৌলীর কৃতিত্ব
প্রকাশিত হয়েছে : ২৫ আগস্ট ২০২৩, ৮:৫৮:০৩ অপরাহ্ন
যুক্তরাজ্যে এবারের জিসিএসই পরীক্ষায় পূর্ব লন্ডনের মালবারী স্কুল থেকে মেধাবী শিক্ষার্থী মাহবুবা মৌলি ইসলাম ৪টি বিষয়ে ডাবল “এ-ষ্টারসহ” ৮টি বিষয়ে ‘এ-ষ্টার’ ও ২টি বিষয়ে এ পেয়ে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেছে। মাহবুবা মৌলি ইসলামের গ্রামের বাড়ি সুনামগঞ্জের দিরাই পৌরসভার চন্ডিপুরে। সে যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক ও ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক শফিকুল ইসলাম ও গৃহিনী লিলি ইসলাম চৌধুরীর দ্বিতীয় কন্যা। এই কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্যে সে তার স্কুল কর্তৃপক্ষ, শিক্ষকবৃন্দ ও পিতামাতার নিকট কৃতজ্ঞ।
আগামীতে সে একজন ভালো ও সফল মানুষ হিসেবে গড়ে ওঠে সমাজের জন্যে কাজ করতে চায়। এজন্যে মাহবুবা মৌলি ইসলাম সকলের দোয়া কামনা করেছে। বিজ্ঞপ্তি