বৃষ্টিভেজা শরৎ
প্রকাশিত হয়েছে : ২৫ আগস্ট ২০২৩, ৯:২৬:৫৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : ঋতুর পালাবদলে আবার এসেছে শরৎ। শরতের আকাশ ঝকঝকে নীল হলেও এবার পরিস্থিতি ভিন্ন। মেঘলা আকাশ আর বৃষ্টি দিয়েই শুরু এই ঋতু। শরতের শুরু থেকে সিলেটে বৃষ্টি ঝরছে কখনো থেমে থেমে, কখনো অঝোর ধারায়। আকাশ মেঘলাও থাকছে দিনভর।
গতকাল শরতের ১০ম দিনেও সিলেটে বৃষ্টি ঝরেছে। রোদের দেখা মিলেনি দিনভর। তাপমাত্রাও কমে আসে অনেকটা। ২৪ ঘন্টায় সিলেটে ৩৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ছুটির দিনে তাই আয়েশি ছিলেন নগরের মানুষ। বাইরে মানুষের আনোগোনা অন্যদিনের তুলনায় কম দেখা যায়। তবে সিলেটের বাইরে থেকে মানুষের কিছুটা ভিড় ছিলো পর্যটন স্পটগুলোতে।ষড়ঋতুর দেশ বাংলাদেশ। বর্ষার পরই আসে শরৎ। বাংলা ঋতুর হিসাব অনুযায়ী ভাদ্র-আশ্বিন এই দুই মাস শরৎকাল। আজ শরতের ১১তম দিন। বর্ষার বিষন্নতা পরিহার করে শরৎ আসে। প্রকৃতি এ সময় নববধূর সাজে সজ্জিত হয়ে উঠে।এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, পরবর্তী ২৪ ঘন্টায় সিলেটসহ দেশের ১৮টি জেলার ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে । সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে ।
শুক্রবার দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। বলা হয়, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, ঢাকা, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চল সমূহের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ- পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে । এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে ।২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষ ভারতের রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিম বঙ্গ এবং বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত । এর একটি বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে । এ অবস্থায় সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে । সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে ।