প্রয়োজন গণমুখী প্রকল্প
প্রকাশিত হয়েছে : ২৬ আগস্ট ২০২৩, ১২:৩০:১১ অপরাহ্ন
সম্প্রতি বাংলাদেশের সরকার প্রধান বলেছেন, আমার একটি স্বপ্ন আছে, যা বাংলাদেশের ১৭ কোটি মানুষের স্বপ্ন। তা হলো ২০৪১ সালের মধ্যে একটি ট্রিলিয়ন ডলারের অর্থনীতি এবং এদেশকে একটি সম্পূর্ণ উন্নত স্মার্ট দেশে পরিণত করা।
সব দেশই উন্নত ও স্মার্ট হতে চায়, চায় অর্থনীতিসহ সকল দিক দিয়ে সমৃদ্ধ হতে। আর এজন্য প্রয়োজন সুষ্ঠু পরিকল্পনা ও এর বাস্তবায়ন।
কিন্তু দেখা যাচ্ছে নীতি নির্ধারকদের বিভিন্ন মেয়াদী পরিকল্পনা থাকলেও প্রায় সময় সেগুলোর লক্ষ্য দেশের বৃহত্তর জনগোষ্ঠীর বর্তমান চাহিদার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। সহজভাবে বলতে গেলে যখন খাদ্য ও কর্মসংস্থানের প্রয়োজন তখন জলাশয় ভরাট করে স্মার্ট সিটি গড়ার প্রকল্প হাতে নেয়া হচ্ছে। যখন গ্রামীণ রাস্তাঘাট ও সেতু সংস্কার প্রয়োজন, তখন শত শত কোটি টাকা ব্যয়ে তৈরী করা হচ্ছে দৃষ্টিনন্দন সুড়ঙ্গপথ।
সর্বোপরি যখন দেশে স্থায়ী বিদ্যুৎ ব্যবস্থা ও শিল্পায়ন প্রয়োজন তখন লক্ষ কোটি টাকা ব্যয় করা হয় নানা ধরনের অনুৎপাদনশীল স্থাপনা ও অবকাঠামো তৈরীর পেছনে। এভাবে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করা কিংবা প্রকৃত উন্নত দেশে পরিণত করা কি আদৌ সম্ভব? এমন প্রশ্ন এদেশের যে কোন সচেতন মানুষের মনে জাগতে পারে।
গতকাল একটি জাতীয় মিডিয়ায় ‘২ স্মার্ট সিটি গড়তে ১ লাখ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব চীনা কোম্পানীর’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এতে বলা হয়েছে, একটি চীনা কোম্পানী দু’টি মেগা প্রকল্পের জন্য প্রায় ১ লাখ কোটি টাকা বা প্রায় ৯ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগের প্রস্তাব দিয়েছে।
দেখা যাচ্ছে, এ পর্যন্ত চীনা ঋণে যেসব সেতু রাস্তাঘাট টানেল ইত্যাদি নির্মিত হয়েছে, সেগুলোর আগে এদেশে স্থায়ী বিদ্যুৎ ব্যবস্থা গড়ে তোলা তেল গ্যাস আহরণ, শিল্প কারখানা স্থাপন করে কর্মসংস্থান বৃদ্ধি, কৃষি খাতে ভর্তুকি প্রদান করে খাদ্যপণ্যের মূল্য কমানো সর্বোপরি মূল্যস্ফীতি নিয়ন্ত্রিত হয়, এমন প্রকল্প ও উদ্যোগ গ্রহণের মাধ্যমে দেশের মানুষের আর্থিক দুর্ভোগ লাঘব ও জীবনমান উন্নয়ন করা ছিলো জরুরী। কিন্তু গত কয়েক বছরে দেশের সাধারণ সীমিত আয়ের মানুষের আর্থিক অবস্থার অনেক অবনতি ঘটলেও এমনকি আড়াই/তিন কোটি মানুষ দারিদ্র্যসীমার নীচে নেমে গেলেও এসব হতভাগ্য মানুষের প্রকৃত উন্নতির জন্য তেমন কোন মেগা অর্থাৎ বড়ো প্রকল্প গ্রহণ করা হয়নি। বরং লক্ষ কোটি টাকার অসংখ্য অনুৎপাদনশীল প্রকল্পের মাধ্যমে ব্যয় হয়েছে।
প্রকল্প ও উন্নয়নকর্ম যদি এই ধারায় চলতে থাকে, তবে ২০৪১ সাল কেনো ৩০০০ সালেও এদেশ কোন উন্নত ও সমৃদ্ধ দেশের তালিকায় স্থান পাবে না। দূর হবে না মানুষের দারিদ্র্য, উন্নত হবে না জীবনমান। যতোদিন না এ ধরনের লোক দেখানো উন্নয়নের পরিবর্তে প্রকৃত গণমুখী প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করা হবে, ততোদিন এদেশ ও এদেশের জনগণ যে তিমিরে ছিলো, সেই তিমিরেই যে থেকে যাবে, এতে কোন সন্দেহ নেই।