পূজা উদযাপন পরিষদ এয়ারপোর্ট থানার সভা
প্রকাশিত হয়েছে : ২৬ আগস্ট ২০২৩, ৫:৫০:২০ অপরাহ্ন
সিলেট নগরীর মালনি ছড়া চা-বাগানস্থ গৌরাঙ্গ মহাপ্রভুর আখড়ায় শুক্রবার বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এয়ারপোর্ট থানা শাখা আয়োজিত আগামী ১৬ সেপ্টেম্বর আহুত গণকর্মসূচি সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ সিলেট মহানগর শাখার সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা।
ঐক্য পরিষদ এয়ারপোর্ট থানা শাখার সভাপতি নান্টু রঞ্জন সিংহের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ্যাপেক্সিয়ান জি.ডি. রুমুর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিষদের কেন্দ্রীয় সহ সভাপতি অধ্যাপক রজত কান্তি ভট্টাচার্য্য, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোপীকা শ্যাম পুরকায়স্থ চয়ন, ঐক্য পরিষদের মহানগর সহ সভাপতি দিকন নিঝুম সাংমা, পরিষদের মহানগর সাধারণ সম্পাদক এ্যাপেক্সিয়ান চন্দন দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল দেব, কোতোয়ালী থানা শাখার সভাপতি এডভোকেট অরবিন্দু দাস গুপ্ত বিভু, ঐক্য পরিষদের মহানগর শাখার আইন বিষয়ক সম্পাদক এডভোকেট বাবলু ভৌমিক।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পরিষদের মহানগর শাখার শিক্ষা ও গবেষণা সম্পাদক বিনয় ভূষণ তালুকদার, পূজা পরিষদের এয়ারপোর্ট শাখার সম্পাদক ভৈরব দেবনাথ, মহানগর শাখার সদস্য সমীরণ কুমার নাথ, ঐক্য পরিষদের শাহপরান থানা শাখার সম্পাদক আশীষ রায়, ২২ বাগান চা ভ্যালির সভাপতি রাজু গোয়ালা, মহানগর ছাত্র যুব ঐক্য পরিষদের রথীন্দ্র দাস ভক্ত, ৬নং টুকেরবাজার উদযাপন পরিষদের সভাপতি জীতেন শবর, ঐক্য পরিষদের এয়ারপোর্ট থানার সহ সভাপতি জয় মাহাত্য, জয় রঞ্জন কুর্মী, ইউপি সদস্য রিদেশ মোদী, রাম বাহাদুর ও দিলীপ রঞ্জন কুর্মি প্রমুখ। বিজ্ঞপ্তি